Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ১৮ বছর ধরে লাশ কেটেও চাকুরী পাচ্ছে না ডোম তাজ উদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ১৮ বছর ধরে লাশ কেটেও চাকুরী পাচ্ছে না তাজ উদ্দিন (৫০)। গতকাল সদর আধুনিক হাসপাতালে এ প্রতিবেদকের কাছে সে আক্ষেপ করে জানায়, দীর্ঘ ১৮ বছর ধরে হবিগঞ্জ সদর হাসপাতালের ডোম ছাবু মিয়ার সহকারি হিসেবে কাজ করে আসছে। কিন্তু তার হাসপাতালে তার চাকুরী হচ্ছে না। তাজ উদ্দিন সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত রঙ্গাই মিয়ার পুত্র। তার স্ত্রী, দুটি কন্যা ও ৩টি পুত্র সন্তান রয়েছে। ১৮ বছর ধরে সহকারি হিসেবে লাশ কেটে যা পায় তা দিয়ে তার সংসার চলে না। সব মিলিয়ে তাজ উদ্দিন মানবেতর জীবন যাপন করছে বলে জানায়। লাশ কাটাই তার একমাত্র পেশা। অন্য কোন পেশা না থাকায় তেমন আয় উপার্জনও করতে পারে না তাজ উদ্দিন। লাশের সাথে আসা স্বজনরা খুশি হয়ে যা দেন তা দিয়েই তাকে সংসার চালাতে হয়। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক নজিবুশ শহীদ জানান, সরকারিভাবে ছাবুকে দায়িত্ব দেয়া হয়েছে। তার সহকারি হিসেবে যে আছে সার্কুলার দিলে চাকুরী হবে।