Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাগর চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দুদক আইন পুনর্বহালের দাবীতে গোল টেবিল বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাংকিৎ খাতে সাগর চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দুদক আইন পুনর্বহালের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যাগে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী হল রুমে এ বৈঠক অনুষ্টিত হয়। দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ এমএ জলিল ও হামিদুল হক বুলবুল এর সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মকসুদ হোসেন, হবিগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি ব্যাংকার বদর উদ্দিন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভী বাজার জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, সাধারন সম্পাদক জিতু তালুকদার, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সহ-সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সাংবাদিক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম পপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাধবপুর বহুমুখী নারী মুক্তি সংস্থার নেত্রী অমিও প্রভা চৌধুরী, চলার সাথী স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা সভাপতি হালিমা খাতুন, হবিগঞ্জ জেলা দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা খানম, সদস্য শফিকুর রহমান, এছাড়া সাংবাদিক সৈয়দ আরিফ উদ্দিন সৈকত সহ বিভিন্ন নেতৃবৃন্দ গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশগ্রহণ করেন। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মকসুদ হোসেন বলেন-ব্যাংকিৎ খাতে সাগর চোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারসহ সর্বত্র অবস্থান ধর্মঘট পালন করা হবে। বৈঠকে দেশে গুলশান হামলায় নিহতদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অথিতিদের মধ্যান্যভোজের আয়োজন করা হয়।