Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জঙ্গিবাদ ও সন্ত্রাসে বিরুদ্ধে হবিগঞ্জ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক আন্দোলন গড়ে তুলার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসাইন। গতকাল শুক্রবার জেলা পরিষদ অডিটরিয়ামে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বেলাল হোসাইন বলেন, সমাজের কিছু বিপথগামী মানুষ যুব সমাজকে ভুল বুঝিয়ে জঙ্গিবাদের মতো জঘন্য কাজে জড়ানোর ষড়যন্ত্র করছে। এ থেকে যুবলীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক। তিনি বলেন, বিএনপি জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে জঙ্গীবাদ সৃষ্টি করেছে। ইসলামের নাম নিয়ে যারা সন্ত্রাসী কাজ করছে জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থাগার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম। জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বানিয়াচং ৪নং ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি শেখ ফজলুল হক সেলিম, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, জেলা যুবলীগ নেতা শাহ আরজু মিয়া, আব্দুল মালেক, সজল রায়, শওকত আকবর সোহেল, হাজী সামছু, পৈলারকান্দির চেয়ারম্যান ফজলুর রহমান খান, আব্দুর রহমান মাসুক, মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, শেখ উম্মেদ আলী শামীম, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, এম এ হাকিম, রেজাউল করিম দুলদুল, রিমন লস্কর, আসাদ মিয়া, জাহির মিয়া, হাজী বাবুল, শাহীন তালুকদার, বিপুল রায়, ইঞ্জিনিয়ার বাবুল, রুহুল আমিন সিজিল, আলম মিয়া, ফারুক মিয়া, এডঃ এনাম, সবুজ মিয়া, বদরুল আলম, মইন উদ্দিন সুমন, জামাল মিয়া, অলিউর রহমান অলি, সাব্বির আহমেদ, বাবুল রায়, হাবিবুর রহমান, বাবর মিয়া, আব্দুর রকিব রণি, দেলোয়ার হোসেন খান, আবুল কাসেম রুবেল, শাহরিয়া চৌধুরী সুমন, বিপ্লব রায় প্রমুখ। সভা শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুর্জয় পাদদেশে গিয়ে শেষ হয়।