Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কায়স্থ গ্রামে সনদপত্র বিতরণ করলেন এমপি কেয়া চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামে এক মাস মেয়াদী পোষাক তৈরীর উপর প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে ৩০ জন নারীর মধ্যে সনদপত্র বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, কোন কাজে যুক্ত হবার পূর্বে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে যোগদান করলে সফলতা আসবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকার নারীদের কর্মমুখী করতে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এ সুযোগ মিস করা যাবে না। এমপি কেয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এতে বাধা সৃষ্টি করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে। কায়স্থ গ্রাম স্কুল প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত সনদপত্র বিতরণকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুহিদ চৌধুরী, রেজভী আহমেদ খালেদ, তোতা মিয়া, শামীম আহমেদ, বানু লাল দাশ, ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী রুমেল, তৌহিন রাজাসহ আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার লোকজন উপস্থিত ছিলেন।