Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সংস্কার এক মাসের মধ্যেই খানাখন্দে পরিণত

সিরাজুল ইসলাম জীবন ॥ সংস্কারের একমাসের মধ্যেই হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ডাকঘর এলাকায় স্থানে স্থানে খানখন্দের সৃষ্টি হয়েছে। ডাকঘর এলাকা হতে কুশিয়ার হাটা পর্যন্ত প্রধান সড়কটি জনগণের দাবীর প্রেক্ষিতে রমজান মাসে সংস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। সড়কটির দুদর্শার কারনে দীর্ঘদিন যাবত অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে শহরবাসীকে। যে কারনে এ সড়কটি সংস্কার করায় অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন শহরবাসী। তবে সংস্কার কাজের সময় থেকেই কাজের মান নিয়ে সমালোচনা চলছিল এলাকাবাসীর মাঝে। অবশেষে উদ্বিগ্ন মহলের আশংকাই সত্য হলো। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায় পৌরমার্কেট হতে কুশিয়ার হাটা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ টি গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন কাজের মান নিম্ন হওয়ায় আগামী ১/২ মাসের মধ্যেই পুরো সড়কটি নষ্ট হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এছাড়া সড়কের উভয় পার্শ্বে বৃষ্টির পানি এবং ময়লা আবর্জনা জমে জনদুর্ভোগ বেড়েই চলেছে। এই এলাকার পানি নিষ্কাশনের কোন উদ্যোগ পৌর কর্তৃপক্ষের নেই।