Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের কামড়াপুর থেকে অপহৃত চুনারুঘাটের আলমগীর মিয়া বন মামলায় পুলিশের খাচায়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে চুনারুঘাটের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় আটক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে সদর থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। এদিকে অপহৃত যুবক বন আইনে ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী হওয়ায় চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। এতদিন সে আত্মগোপন করেছিল বলে চুনারুঘাট থানার এসআই আরিফ আহমেদ জানিয়েছেন। হবিগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের করিম মিয়ার পুত্র আলমগীর হোসেন ওরফে লঙ্গি মিয়াকে গত রবিবার সন্ধ্যায় কামড়াপুর ব্রীজ থেকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। রবিবার গভীর রাতে তারা লঙ্গি মিয়ার ভাইয়ের কাছে মোবাইল ফোনে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে দর কষাকষির মাধ্যমে তা ১ লাখ ৮০ হাজার টাকায় চুক্তি হয়। অপহরণকারীরা কামড়াপুর ব্রীজ এলাকায় টাকা নিয়ে যাওয়ার জন্য বলে। লঙ্গি মিয়ার ভাই মালেক মিয়া বিষয়টি সদর থানায় অবহিত করেন। পুলিশের পরামর্শে অপহরণকারীদের কথামতো গত সোমবার রাতে সেখানে যান অপহৃতের স্বজনসহ সাদা পোষাকধারী একদল পুলিশ। এ সময় টাকা নিতে এলে পুলিশ সন্দেহভাজন হিসেবে উমেদনগর গ্রামের ফারুক মিয়ার পুত্র নোমান মিয়া, পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র কাশেম মিয়া, তার ভাই কাউছার মিয়া ও উজ্জল মিয়াকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অপহরণকারী পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার আরেক পুত্র রাসেল মিয়া পালিয়ে যায়। পরে কাশেমের স্বীকারোক্তি মতে সদর থানার ওসি নাজিমের নেতৃত্বে একদল পুলিশ মোবাইল ফোন ট্রেকিংয়ের মাধ্যমে শহরতলীর মির্জাপুর গ্রামের একটি নির্জন বাড়ি থেকে রাত সাড়ে ১২টায় লঙ্গি মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় অপহরণকারীর মূলহোতা মাদক স¤্রাট রাসেল মিয়া পালিয়ে যায়। রাতেই লঙ্গি মিয়াকে আটককৃতদের সামনে হাজির করা হয়। এ সময় লঙ্গি মিয়া শুধু কাশেম মিয়াকে অপহরণের সাথে জড়িত বলে সনাক্ত করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে কাশেম ছাড়া অন্য কারও সম্পৃক্ততা না পেয়ে মঙ্গলবার দুপুরে ৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার উক্ত ঘটনায় অপহৃত আলমগীর হোসেন ওরফে লঙ্গি মিয়া বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে অপহৃত আলমগীর হোসেন ওরফে লঙ্গি মিয়ার বিরুদ্ধে ৪টি বন মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ মামলার তদন্তকারী অফিসার জানান, কাশেমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে আটক কাশেম জানায়, লঙ্গি মিয়ার সাথে তাদের মাদকের টাকা নিয়ে লেনদেন ছিল। তারা লঙ্গি মিয়ার কাছে ১০ হাজার টাকা পায়। এ কারণে সে এ নাটক সাজিয়েছে।