Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সামাজিক শৃঙ্খলায় শিক্ষার বিকল্প নেই। দেশপ্রেম ও নৈতিক শিক্ষা সম্প্রসারণে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষা ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বের মডেল। গতকাল দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা বিস্তার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, জঙ্গীবাদ এখন সমাজের এক নতুন ব্যাধি। ধর্মের অপব্যাখ্যা দিয়ে দুর্বৃত্তরা তরুণ ও যুবসমাজকে বিভ্রান্ত করছে। শিক্ষক, মসজিদের ইমাম এবং সুধীমহলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের শান্ত ও স্থিতিশীলতা রক্ষায় সকল শ্রেণি-পেশার লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রোকনুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা মেহজাবিন আক্তার মিনুর সঞ্চালনায় বক্তব্য দেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা দেবনাথ, কাজী মাহবুব আহমদ, সিরাজুল ইসলাম, জালাল মিয়া, আবুল কালাম মিঠু প্রমুখ। আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।