Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সকলের চেষ্ঠার মাধ্যমে হবিগঞ্জের জলাশয়গুলোতে মাছের উৎপাদন বাড়াতে হবে। অন্যতায় হবিগঞ্জে মাছের সংকট সৃষ্টি হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক হবিগঞ্জের আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ৭১টিভির প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বার্তা সম্পাদক শরীফ চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম এ হালীম, মোহনা টিভি জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, দৈনিক জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার এম কাউছার আহমেদ, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার শুভ প্রমুখ।