Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাসড়কের নতুন ব্রীজ দিয়ে রহস্য জনক কারনে অবাধে চলছে সিএনজি ও ট্রাক্টর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নতুনব্রীজ এলাকা দিয়ে অবাধে চলছে সিএনজি ও ট্রাক্টর। আর এসব যানবাহন চলাচলের কারণে বেড়েই চলেছে দূর্ঘটনা। অভিযোগ উঠেছে শয়েস্তাগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে মহাসড়কে চালানো হচ্ছে এসব যানবাহন। জানা যায়, বেশ কিছুদিন আগে মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে ট্রাক্টর ও সিএনজি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসন। নিষেধাজ্ঞার কিছুদিন যেতে না যেতেই মহাসড়ক দিয়ে বেড়ে চলেছে এসব যানবাহন। দিনে দুপুরে মহাসড়ক দিয়ে এসব যানবাহন চলাচল করায় শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের ভুমিকা নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টর মালিক জানান, গত কয়েকদিন আগে তার একটি ট্রাক্টর মহাসড়ক দিয়ে চলাচলের অভিযোগে আটক করে হাইওয়ে থানা পুলিশ। পরে টাকার বিনিময়ে তিনি এটি ছাড়িয়ে আনেন। এদিকে, হাইওয়ে পুলিশের এরকম কর্মকান্ড নিয়ে জনগণের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। মাঝে মধ্যে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দু’একটি ট্রাক্টর আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে আবার ছেড়ে দিচ্ছে তারা। এনিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।