Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নারীরা সেলাই কাজে যুক্ত হয়ে ঘরে বসে বেকাত্বর দূর করা সম্ভব ॥ এমপি কেয়া চৌধুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার নোয়াঐবাজারে পোষাক তৈরীর বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদপত্র ও সেলাইমেশিন বিতরণী অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী বলেছেন, নারীরা গৃহের কাজের পাশাপাশি ঘরে বসেই নিজেদেরকে আরও কর্মমুখী করে তুলতে সেলাই প্রশিক্ষণের বিকল্প নেই। নারীদের কাছে এ কাজ সহজ। তাই এ কাজে যুক্ত হোন। তিনি বলেন, বাহুবলের ঘরে ঘরে নারীদেরকে কর্মমুখী করতে আমি চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে এ উপজেলার অন্যন্য স্থানেও নারীরা সেলাই প্রশিক্ষণ পেয়ে ঘরে বসে ক্ষুদ্রশিল্প গড়ে তুলেছেন। আপনারাও গড়ে তুলুন। এতে আমার সার্বিক সহযোগীতা থাকছে। এমপি কেয়া চৌধুরী আরও বলেন- স্কুল কলেজ পড়–য়া নারী শিক্ষার্থীরাও অবসর সময়ে এ কাজে যুক্ত হতে পারেন। তাহলে লেখাপড়ার সাথে রোজগারের পথও বের হয়ে আসবে।
বাহুবল উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত সনদপত্র ও সেলাইমেশিন বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, মুক্তিযোদ্ধা রাজা মিয়াসহ আওয়ামী পরিবারের নেতাকর্মী, এলাকার তৃণমূল লোকেরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে এমপি কেয়া চৌধুরী প্রশিক্ষণ নেয়া বেকার ৩০ নারীর মধ্যে সনদপত্র ও ৫টি সেলাই মেশিন বিতরণ করেন।