Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে অগ্রণী ব্যাংক শাখার ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে মামলা

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অগ্রণী ব্যাংক শাখার বরখাস্তকৃত ও অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার রাতে থানায় মামলা দায়ের করেছে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী। মামলা সুত্রে জানা যায়, নবীগঞ্জের শিবপাশা গ্রামের মৃত ঈরেশ দাশের ছেলে এবং অগ্রণী ব্যাংকের অস্থায়ী মুদ্রাক্ষরিক (বরখাস্তকৃত) ইন্দ্রজিত দাস, অবঃ ক্যাশ অফিসার আঃ কাদির, সাবেক প্রিন্সিপাল অফিসার মোঃ হানিফ মিয়া, অবঃ সাবেক অফিসার সৈয়দ সুখরানা মাহমুদ ও সাবেক প্রিন্সিপাল অফিসার চম্পা লাল বনিকগণ পরস্পর যোগসাজসে মিথ্যা ও প্রতারনার আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার পুর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ করতঃ দুর্নীতি ও অপরাধের মাধ্যমে জাল রেকর্ডপত্র প্রস্তুত করে ভুয়া কাগজপত্র তৈরী করে বিভিন্ন নামে প্রায় সাড়ে ৫ লাখ টাকা আত্মসাত করেছেন। চাঞ্চল্যকর ঘটনাটি দুর্নীতিদমন কমিশন তদন্ত করেন। তদন্তে জাল জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনা প্রমানিত হলে উক্ত মামলা দায়ের করা হয়েছে। অপর আসামীদের বাড়ী হবিগঞ্জ সদরের বিভিন্ন গ্রামে।