Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের লক্ষীবাউর সোয়াম্প ফরেস্ট ॥ হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের “জলাবন বিলাস”

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গতকাল শনিবার ফেসবুক-ভিত্তিক সংগঠন হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের উদ্যোগে নৌ-আনন্দ ভ্রমণ “জলাবন বিলাস” অনুষ্ঠিত হয়। এ নৌ-ভ্রমণের গন্তব্য ছিল দেশের অন্যতম সোয়াম্প ফরেস্ট তথা বানিয়াচঙ্গের লক্ষীবাউর জলাবন (সোয়াম্প ফরেস্ট)। স্থানীয় লোকজনের কাছে যা খড়তির জঙ্গল নামে পরিচিত। প্রেরণা সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ভ্রমণের পুরো সময়জুড়ে সুরের তালে তালে সবাইকে মাতিয়ে রাখেন। জলাবন পরিদর্শন শেষে অদূরের বগি মিলনবাজারস্থ দারুল আরকাম মাদ্রাসায় ভ্রমণার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সেখানেই হিকমাহ কম্পিউটার ও শাইখে গুনই ফাউন্ডেশনের সৌজন্যে ফেসবুকে অনুষ্ঠিত কুইজ এবং উপস্থিত জ্ঞান ও সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ভ্রমণে অংশ নেয়া ফোরামের প্রতি সংহতি প্রকাশকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ নৌ-আনন্দ ভ্রমণের নাম দেয়া হয় “জলাবন বিলাস”। মূলত সম্ভাবনাময় পর্যটন স্পট লক্ষীবাউর সোয়াম্প ফরেস্টের প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও এ জলাবন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করাই ছিল এ ভ্রমণের উদ্দেশ্য। বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিলেটের রাতারগুলকে অনেকে দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট হিসেবে উল্লেখ করলেও ওয়াকিবহাল মহলের মতে লক্ষীবাউরও একই শ্রেণিভুক্ত এবং অনেক বড়। বানিয়াচঙ্গের আদর্শ বাজার থেকে ৫ কিলোমিটার উত্তরে হাওরের মধ্যে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে দৃষ্টিনন্দন এ জলাবনটি অবস্থিত। কথিত আছে, এটি পৃথিবীর ৭টি জলাবনের মধ্যে অন্যতম। সংশ্লিষ্ট মহলের অভিমত, সরকারি পৃষ্ঠপোষকতা ও পরিচর্যা পেলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে। হবিগঞ্জ জেলা সংশ্লিষ্ট জনপ্রিয় ফেসবুক মেম্বারস গ্র“প “আমরার বাড়ি হবিগঞ্জ” এর সদস্যদের জমকালো বার্ষিক মিলনমেলা ও ঈদ আনন্দ ভ্রমণের এটি ছিল ৪র্থ পর্ব। এতে জেলার বিভিন্ন অঞ্চলের শিল্পপতি, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার দেড় শতাধিক ভ্রমণার্থী অংশগ্রহণ করেন। আর্ত মানবতার সেবায় গঠিত হবিগঞ্জ অনলাইন এক্টিভিস্ট ফোরামের উদ্যোগে হবিগঞ্জ জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার মানসেই প্রতি বছর জেলার ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত ভিন্ন ভিন্ন স্পটে এ বাৎসরিক ভ্রমণের আয়োজন করা হয়।