Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের শায়েস্তানগর-পইল সড়কটির বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর-পইল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। প্রতিদিনই ওই সড়কে ঘটছে কোন না কোন দুর্ঘটনা। এলাকাবাসি জানান, ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট ও বড় যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাচল করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কটি ভেঙ্গে খানা খন্দখে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে চলাচলত মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ রয়েছেন নিরূপায়। এলাকাবাসি অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে ওই সড়কটি মেরামতের প্রতিশ্র“তি দেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর সবাই তাদের প্রতিশ্র“তির কথা ভুলে যান। ইতোমধ্যে ওই সড়কে ছোট বড় মিলিয়ে শতার্ধিক দুর্ঘটনা ঘটেছে। অসংখ্য লোক আহত হয়েছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তানগর তেমুনিয়া থেকে মাছুলিয়া ব্রীজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে খানা খন্দে পরিণত হয়েছে। ওই সব খানাখন্দে বৃষ্টির পানি জমে রয়েছে। আর এ খানাখন্দে পড়ে রিকশা, টমটমসহ ছোট ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জের এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির ওই সড়ক পরিদর্শন করেন এবং মেরামতের আশ্বাস প্রদান করেন।