Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সৈয়দ সঈদ উদ্দিন হবিগঞ্জ জেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ জাতীয় করনের লক্ষ্যে আয়োজিত পরামর্শ সভায় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন মরহুম সৈয়দ সঈদ উদ্দিন হবিগঞ্জ জেলা (তৎকালীন মহকুমা)’র আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহার সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী মাষ্টার, জাপার সভাপতি কদর আলী মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তৌফিক হোসেন চৌধুরী, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চেয়ারম্যান পিয়ারু আহম্মেদ, প্রেসকাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মুছা মিয়া, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব উসমান খাঁন, ফুলকলি পৌর কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আলহাজ্ব সাইফুল হক মির্জা, উপজেলা আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শাহিন মিয়া, সাবেক কাউন্সিলর গোলাপ খাঁন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, পৌর ছাত্রদলের আহবায়ক আলমগীর কবির প্রমূখ। বক্তাগণ বলেন-বর্তমান সরকার প্রত্যেক উপজেলা সদরে একটি কলেজকে জাতীয় করণের যে সিদ্ধান্ত গ্রহন করেছেন। তার প্রাথমিক তালিকায় উপজেলা সদরে অবস্থিত সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নাম অর্ন্তভুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে এ কলেজের নাম বাদ দেয়া হয়েছে। যা উপজেলা সদরসহ ৮টি ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের সর্ম্পূন স্বার্থ বিরোধী। এতে করে উচ্চ শিক্ষা সংকোচিত হবে। তাই দরিদ্র বিশাল জনগোষ্টির উচ্চ শিক্ষার স্বার্থে এ কলেজকে জাতীয়করণ করা জরুরী। পরে পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহাকে আহ্বায়ক করে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।