Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গাজীপুরে আলোচিত ভিজিএফ কেলেংকারী

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ২০১৩ সালের আগষ্টে চুনারুঘাটের সীমান্তবর্তী গাজীপুর  ইউনিয়ন পরিষদের আলোচিত ভিজিএফ’র সরকারী চাল আত্মসাতের ঘটনাটি এখনো মানুষের মুখে মুখে ফিরছে। ওই চাল কালোবাজারে বিক্রি করে দেয়ার অপরাধে স্থানীয় চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ও অন্যান্য সদস্যদেরকে ক্ষমা প্রার্থনা করতে হয়। চাকরিচ্যুত হতে হয় সাহেনা নামের এক গ্রাম পুলিশকে। গত কোরবানী ঈদের ২দিন পূর্বে গাজীপুর ইউনিয়নের ২ হাজার দুঃস্থ মানুষের প্রত্যেককে ১০ কেজি করে বিতরণের জন্য সরকার চাল বরাদ্দ দেয়। যথারীতি শুরু হয় চাল বিতরণ। কিন্তু চেয়ারম্যান ও কতিপয় ইউপি সদস্য এবং সাহেনা নামের এক গ্রাম পুলিশ কালোবাজারে চাল বিক্রি শুরু করে। এতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও যুব সমাজ ফুঁসে উঠেন। উত্তেজিত শত শত জনতা ইউপি অফিসে উপস্থিত হয়ে এ দুর্নীতির প্রতিবাদ জানালে চেয়ারম্যানের সাথে তর্ক বাধে। এক পর্যায়ে চেয়ারম্যান এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ক্ষিপ্ত মুক্তিযোদ্ধারা চেয়ারম্যান-মেম্বারকে অফিসে অবরুদ্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুল ইসলাম ঘটনাস্থলে এসে এ বিষয়ে তদন্তের আশ্বাস দিলে মুক্তিযোদ্ধারা অবরোধ তুলে নেয়। পরে কালোবাজারে বিক্রি করা চাল ফেরত ও গ্রাম পুলিশ সাহেনাকে চাকরিচ্যুত করে জনরোষ থেকে রেহাই পান চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম।