Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর হাসপাতালে হবিগঞ্জ পৌরসভার টিকাদান কেন্দ্রটি চলছে অব্যস্থাপনায়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে হবিগঞ্জ পৌরসভার টিকাদান কেন্দ্রটি চলছে অব্যস্থাপনায়। হাসপাতালের নীচতলার বারান্দায় অরক্ষিত স্থানে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। সেবা নিয়ে আসা মায়েদের অনেকেই অভিযোগ করেন ওই স্থানে বসার পর্যাপ্ত স্থান নেই এবং ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমে শিশুদের কষ্ট হয়। এছাড়াও চতুর্দিক খোলামেলা থাকায় মহিলারা স্বাস্থ্য সেবা নিতে সংকোচবোধ করেন। স্বাস্থ্যকর্মী সুস্মিতা ও লুৎফুর রহমান জানান, আলাদা একটি রুমে এ কেন্দ্রের কর্মকান্ড চালানোর ব্যবস্থা হলে খুবই সুবিধা হতো। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি এ সকল অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন এ সমস্যাগুলোর ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, কর্তৃপক্ষ শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার ১৯ টি টিকাদান কেন্দ্রের মধ্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল একটি। এ কেন্দ্রে সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দেয়া হয়। টিকাদান কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ন কেন্দ্র হওয়ায় এখানে সেবা নিতে আসা মা ও শিশুদের ভিড় লক্ষ্য করা যায়।