Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রিখটার স্কেলে ৯ মাত্রায় ভূমিকম্প হতে পারে ভারত-বাংলাদেশে’

এক্সপ্রেস ডেস্ক ॥ বড়সড় ভূমিকম্পের আশঙ্কা ভারত এবং বাংলাদেশে। ওই ভূমিকম্প যে আসন্নই সে ব্যাপারে বিজ্ঞানিরা কিছু না বললেও, তাঁদের বক্তব্য এই ভূমিকম্প হলে তার মাত্রা হবে রিখটার স্কেলে ৯। তাঁরা বলেছেন, বাংলাদেশের ভূস্তরের নিচে দুই টেকটনিক প্লেটের ক্রমবর্ধমান টানাপোড়েনের প্রমাণ তাঁরা পেয়েছেন। গঙ্গা ও ব্রহ্মপুত্রের নিচে ওই দুই টেকটনিক প্লেটের অবস্থান।
এই দুটি প্লেটের টানাপোড়েনের ফলে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্ষতি হতে পারে ১৪ কোটি মানুষের। তবে বিজ্ঞানিরা আসন্ন ভূমিকম্পের কোনো আশঙ্কাবানী দেননি। তবে এই ধরনের বিপত্তির আশঙ্কা আছে বলেই জানিয়েছেন।
এই ভূমিকম্পের ফলে শুধুমাত্র কম্পন জনিত ক্ষতিই নয়, গঙ্গা ও ব্রহ্মপুত্রের প্রবাহ পথও বদলে যেতে পারে। এমনকি ভূমিভাগের স্তরেরও পরিবর্তন ঘটতে পারে। কেননা, ওই ভূমিভাগ এমনিতেই সমুদ্রের নিকটবর্তী। নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ওই সাবডাকশন জোনে ভূপৃষ্ঠের একাংশ বা একটি টেকটনিক প্লেট ধীরে ধীরে একে অপরের নিচে ঢুকে যাচ্ছে। এইভাবে ভূস্তরের এই টানাপোড়েনের ফলে ভূমিকম্প হতে পারে।