Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদল ফিতর উদযাপিত

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ওইদিন খুশি, আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে শিশু-কিশোর আবাল-বৃদ্ধ-বনিতা, ছোট-বড়, ধনী-গরীব সবাই যার যার সাধ্যানুযায়ী নতুন কাপড় পড়ে ঈদগাহ মাঠে মিলিত হন। নামাজ শেষে সকলেই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মুক্তি কামনা করে দুই হাত তোলে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ প্রার্থনা করেন। হবিগঞ্জে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। নামাজে ইমামতি করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। একই ময়দানে দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নাজমুল হোসেন। নামাজ শুরুর আগেই ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে।
ধনী-গরিব সকল ভেদা-ভেদ ভূলে এক কাতারে দাড়িয়ে দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এছড়াও হবিগঞ্জ কোর্ট মসজিদ, চান মিয়া মসজিদ, সওদাগর জামে মসজিদ, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ শহরের পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।