Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরের সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারনলিপি দিয়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের কারণে মহাসড়কের দু’পাশে প্রায় অর্ধঘন্টা শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে কলেজ অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, কাউন্সিলর আবুল বাশার, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারন শহিদুল ইসলাম শান্ত, পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় পাঠান উজ্জল, সাধারন সম্পাদক শাহ মোঃ টিপু, ছাত্রলীগ নেতা সাকিবুল আলম বাবু, ছাত্রদল নেতা শাহিন মিয়া প্রমূখ। বক্তারা বলেন, এ কলেজে ৫টি চা বাগান সহ ৮টি ইউ্িনয়ন এবং অন্যান্য জেলা থেকে একাদশ, ডিগ্রী ও অনার্স সেকশনে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী অধ্যয়ন করছেন। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সারা দেশের ১৫৪টি কলেজ জাতীয়করনের প্রাথমিক যাচাই বাচাইতে এ কলেজের নাম অর্ন্তভুক্ত ছিল। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে এ কলেজকে বাদ দিয়ে উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দুরের একটি কলেজকে জাতীয়করনের চেষ্টা করে যাচ্ছে। যে কলেজের জন্য চেষ্টা করছে এ কলেজের ডিগ্রীর অনুমোদন নেই। পরে ছাত্র-ছাত্রীরা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।