Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের সুন্দ্রাটিকিতে নিহত শিশুদের পরিবারের মাঝে এমপি কেয়া চৌধুরীর সেলাই মেশিন ও শাড়ী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সুন্দ্রাটিকিতে নিহত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করতে ৫টি সেলাই মেশিন ও ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অচিরেই এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, নিহত শিশুদের আমরা ভুলতে পারব না। তাদের স্মরণীয় করে রাখতে নির্মাণ হচ্ছে স্মৃতি পাঠাগার। তাদের স্মরণে আরও অনেক কিছু করা হবে। তিনি বলেন, নিহত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করতে চাই। এজন্যই ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে ৬টি ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে তাদেরকে আরও বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, বাহুবলে যার ঘরে একাধিক গরু রয়েছে তাকেই ব্যবস্থা করে দেয়া হবে বায়ূ গ্যাস। এ গ্যাসে জ্বালানী কাজ সম্পন্ন করতে পারবে “গ্যাস” বঞ্চিত লোকেরা।
রবিবার বিকেলে সুন্দ্রাটিকি গ্রামে সেলাই মেশিন ও শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, মোঃ দিদার আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিক মাষ্টার, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মায়া আলী, যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজল প্রমুখ।