Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভিজিএফ’র চাল বিক্রি করে হজম করতে পারলেননা মন্দরী চেয়ারমান জালাল উদ্দিন ৩০ হাজার টাকা ফেরত দিয়ে রক্ষা

স্টাফ রিপোর্টার ॥ গরীবের ভিজিএফ’র চাল বিক্রি করে হজম করতে পারলেননা বানিয়াচংয়ের মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন। জনতার প্রতিবাদের মুখে ৩০ হাজার টাকা দিয়ে রক্ষা পেলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে সারাদেশের প্রতিটি ইউনিয়নে ২০কেজি করে চাল বরাদ্দ দেয়। মন্দরী ইউনিয়নে ৯শ’ ২৮জনকে ১৮ টন ৫শ ৬০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। গত রবিবার ওই ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণকালে উপকারভোগীদেরকে ২০কেজির পরিবর্তে কম দেয়ার চেষ্টা করেন চেয়ারম্যান জালাল উদ্দিন। এ নিয়ে উপস্থিত অনেকেই প্রতিবাদ করেন। এক পর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে নবনির্বাচিত চেয়ারম্যান শেখ সামছুল হককে বিষয়টি অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যান জালাল উদ্দিনের সাথে আলাপ করেন। এ সময় চেয়ারম্যান জালাল উদ্দিন জানান যে, পরিবহন ব্যয়সহ অন্যান্য ব্যয় বাবদ ২টন চাল বিক্রি করা হয়েছে। ফলে সবাইকে কম কম করে দিয়ে তা পুষিয়ে নিতে হবে। কিন্তু চেয়ারম্যান জালাল উদ্দিনের এ যুক্তির সাথে উপস্থিত সবাই একমত হতে পারেননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, পরিবহন ব্যয় সরকার থেকেই দেয়া হয়। ফলে জনতা চাল বিক্রির বিষয়টি মেনে নেননি।
পরে উপস্থিত মুরুব্বিসহ স্থানীয় লোকজন ২টন চাল বিক্রির ৪০ হাজার টাকা ফেরত দিতে জালাল উদ্দিনকে বলেন। শেষ পর্যন্ত চেয়ারম্যান জালাল উদ্দিন ৩০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন। পরে নগদ টাকা ও চাল দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।