Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে টমটম ছিনতাইকারী আটক ॥ টমটম উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ টমটম ছিনতাইয়ের অভিযোগে সুজন মিয়া (১৮) নামে এক যুবককে আটক করেছে হবিগঞ্জ থানা পুলিশ। তার দেয়া স্বীকারোক্তিতে একটি টমটম উদ্ধার করা হয়। সুজন শহরের তেঘরিয়া এলাকার দুলাল মিয়ার পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত রবিবার রাত ৯টার দিকে পোদ্দার বাড়ি এলাকায় আউশপাড়া গ্রামের কিশোর চালক রাজু মিয়া (১৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে ৫/৬ জন ছিনতাইকারী একটি গাছের সাথে বেধেঁ রেখে তার ভাড়ায় চালিত টমটম নিয়ে যায়। এ ব্যাপারে রাজু ও টমটম মালিক সদর থানায় অভিযোগ করলে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ রবিবার মধ্যরাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালায়। পরে উমেদনগর এলাকা থেকে সুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সুজনের দেয়া স্বীকারোক্তি মতে কিবরিয়া ব্রীজ সংলগ্ন রামপুর সড়ক থেকে টমটমটি উদ্ধার করা হয়। সুজন পুলিশকে জানায়, মৃত আলা উদ্দিন খানের পুত্র টমটম চোরের গডফাদার শাকিল খান ও সঞ্জব আলীর পুত্র রনিও ছিল। সুজন আরো জানায়, রাজু নিজেই এ নাটক সাজিয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে।