Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা গতকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী। এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটি এম সালাম, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইমান হাবিবুর রহমান, ইউপি সচিব পৃথ্বিশ চৌধুরী । অন্যান্যের মধ্যে নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, কবির মিয়া, জাহেদ চৌধুরী, মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, রোকেয়া বেগম, ইসলামী ফাউন্ডেশনের সাধারন কেয়ারটেকার ইব্রাহিম তালুকদার, ইউপি সচিব রাশেন্দ্র দাশ তালুকদার, আইনুল হক জুয়েল, শাহজাহান মিয়া, এস আই প্রদ্যুত ঘোষ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, ক্বারী মাওঃ মোঃ আব্দুল হান্নান চৌধুরী, আব্দাল হোসাইন, জয়লাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, দেশের সাধারন নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জঙ্গীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার স্বার্থে ৬ শত জঙ্গীদেরকে মেরে ফেলা উচিৎ বলে তিনি দাবী করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী বলেন, দেশকে ধ্বংস ও দেশের অর্থনীতিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে জঙ্গীরা হামলা করে বিদেশীদের হত্যা করেছে। সকল ধর্মের মানুষের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। তাই জঙ্গী ও সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতনতা সৃষ্টি করে স্ব-স্ব ধর্মীয় প্রতিষ্টানে প্রচার করতে হবে। সভায় গুলশানে জঙ্গী ও সন্ত্রাসীদের হাতে শহীদ দু’পুলিশ কর্মকর্তাসহ দেশী-বিদেশী ২৮ জন নাগরিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং শোক প্রস্তাব গৃহীত হয়।