Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দুঃস্থদের মাঝে যুবলীগের চাউল বিতরণকালে-সেলিম ॥ জঙ্গীবাদ ও গুপ্তহত্যা দমনের সবাইকে এক হয়ে কাজ করতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম বলেন, পবিত্র রমজান মাসের ত্যাগ শান্তির শিক্ষা থেকে বলিয়ান হয়ে হিংসা, প্রতিহিংসা ভুলে বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ ও গুপ্তহত্যা দমনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করতে হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল দুপুরে শিরিষতলা প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ৬শ গরীব ও দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণকালে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ্ ফখরুজ্জামান, যুবলীগ নেতা ও হবিগঞ্জ চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, যুবলীগ নেতা রন্টু পুরকায়স্থ, সজল রায়, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, কাউন্সিলর উম্মেদ আলী শামীম, এসএম আব্দুর রউফ মাসুক, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, ইঞ্জিনিয়ার হাজী ওয়াহিদুজ্জামান বাবুল, কাউন্সিলর গৌতম রায়, নিজাম উদ্দিন শরীফ জনি, শাহ্ আলম সিদ্দিকী, সোহেল চৌধুরী, বেলাল আহমেদ, ফারুক আহমেদ, মুহিন চৌধুরী, মোঃ আলমগীর, মিলন আহমেদ, আমির হোসেন, ধ্র“বজ্যোতি দাশ টিটু, সিরাজুল ইসলাম শান্ত, ওয়াহিদুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, সফিকুল ইসলাম বাবুল, আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন খান, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল কাশেম রুবেল, জসিম উদ্দিন, শেখ রুবেল প্রমূখ। রেড ক্রিসেন্ট যুব ইউনিটির প্রধান পংকজ কান্তি পল্লব এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকের একটি দল শান্তিশৃংখলায় কাজ করে।