Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে এক সার ডিলারের ১০২ বস্তা সার জাল স্বাক্ষরের মাধ্যমে নিয়ে গেছে অন্য জন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এক সার ডিলারের ১০২ বস্তা সার জাল স্বাক্ষরের মাধ্যমে কাইয়ূম নামে এক ব্যক্তি নিয়ে গেছে। সার না পেয়ে বিপাকে পরেছেন ওই ডিলার।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের খাদ্যগোদাম রোড এলাকার সার ডিলার মেসার্স ওসমান ট্রেডার্সের সত্বাধিকারী নুরুল আমিন ওসমান টিএসপি ৪০ বস্তা এবং এমওপি ৮২ বস্তা সারের চাহিদা দেন। সে অনুযায়ী তার সার শায়েস্তাগঞ্জ আসে। গত ২৯ জুন ওসমান তার সার আনতে গেলে বিএডিসি কর্মকর্তা মোঃ কুদ্দুস মিয়া জানান, তর সার কাইয়ূম নামে এক ব্যক্তি নিয়ে গেছে। খোজ নিয়ে জানা যায়, আব্দুল কাইয়ূম শহরের পুরান বাজার এলাকার আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। কেন কাইয়ুমকে সার দেয়া হলো এ কথা জানতে চাইলে বিএডিসি কর্মকর্তা কোন সদুত্তর দিতে না পেরে প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দেয়ার জন্য আব্দার করেন।
ডিলার ওসমান জানান তিনি তার নবীগঞ্জের দোকানের টিএসপি ১৫ বস্তা ও এমওপি ৮২ বস্তা এবং অপর দোকানের জন্য টিএসপি ২৫ বস্তা ও এমওপি ৫৮ বস্তা চাহিদা প্রেরণ করেন। মাল আসার পরও দুরবীসন্ধিমুলকভাবে তার অজ্ঞাতে সার আলাউদ্দিনের ম্যানেজার কাইয়ূম সার গুলো নিয়ে যায়।
এ ব্যাপারে মোঃ কুদ্দুস মিয়ার ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সারগুলো বন্টন করেন। এ ছাড়া ওসমানের চাল কাইয়ূম নিয়ে গেছে বলে তিনি জানান।