Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ইফতার মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্সহল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি যুবলীগের আহ্বায়ক হোসাইন আহমেদ রফিক। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল ইসলাম ও মোতাহের হোসেন বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গুল আহমেদ কাজল, যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির, ইমামবাড়ি বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য অঞ্জন পুরকায়স্থ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, কুর্শি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নেছার আহমেদ জগলু, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, পৌরযুবলীগ নেতা জাবেদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম মফিজ, শাহ ফয়সল তালুকদার, অপূর্ব আচার্য্য, বাবলু, আলমগীর চৌধুরী সালমান, মহিনুর রহমান মাহি, হাসান রুবেল, এসএম দুলাল, ফয়েজ, দিপু, জামিল, রিমন, রিপন, সাব্বির আহমেদ, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ডা. সালেহ আহমেদ, আকবর আলী মেম্বার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, আওয়ামীলীগ নেতা সফি মিয়া, প্রবীণ আওয়ামীলীগ নেতা তাহিরুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি আরজু মেম্বার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজল মিয়া, যুবলীগ নেতা হাবিবুর, জুয়েল, বাছিত, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, বিমান সূত্রধর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দুই নেতা যুবলীগের যে কমিটি গঠন করেছেন তা সম্পুর্ণ অবৈধ। এসময় যুবলীগের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা বদরুজ্জামান চৌধুরী স্বাধীনকে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম।