Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ঐতিহাসিক ১৬১তম ‘সাওতাল বিদ্রোহ’ দিবস পালন

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগান নাঁচঘরে ১৬১তম ‘সাওতাল বিদ্রোহ’ দিবস পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব¡ করেন স্বপন সাওতাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধন সাওতাল চান্দপুর বাগান সভাপতি, কাঞ্চন পাত্র সাধারণ সম্পাদক আধিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, বীরেন কালিন্দি ছাত্র-যুবক কমিটির সভাপতি, দিপক সাওতাল, সন্তোষ সাওতাল, বিকাশ সাওতাল, মোঃ রমিজ আলী ও দিপংকর সাওতালসহ আরো অনেকেই। সভায় বক্তরা বলেন, সাওতালরা বিদ্রোহী জাতি। এদের বীরত্বের ইতিহাস আছে। ১৭৮০ সালের ১৩ জানুয়ারী তৎকালীন জনপ্রিয় আদিবাসী নেতা তিলকা মুরমুর নেতৃত্বে সাঁওতালদের সংগ্রামের সূচনা হয়। সূচনার পর পাঁচ বছর ইংরেজ শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করে নিজের অস্থিত্ব¡ ঠিকিয়ে রাখেন। জমিদার ও মহাজনের ঠকবাজি, পুলিশ-দারোগাদের নির্যাতন, জুলুম ও অত্যাচার, অন্য সম্প্রদায়ের শোষণ এবং সকাল বিষয়ে সরকার বাহাদুরের অমনোযোগিতা ছিল সাওতালদের বিদ্রোহের মূল কারণ। একই ধারা বর্তমানেও অব্যাহত থাকায় সাওতাল ও চা-শ্রমিকা আতংকিত।