Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘœ ও নিরাপদ করতে পুলিশের বিশেষ ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিবিঘœ ও নিরাপদ করতে ঢাকা-সিলেট মহাসড়কে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এজন্য হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে পুলিশি টহল এবং বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া দীর্ঘ এ পথে কোনোভাবেই যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য বাড়ানো হয়েছে ট্রাফিক তৎপরতাও। পুলিশ সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা দিতে ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে হাইওয়ে ও থানা পুলিশ। এ জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ টিম। ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকটি অংশে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় শুধু ঈদের আগে নয় ঈদের পরও জেলা পুলিশের মোবাইল টিম কাজ করবে এ মহাসড়কে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন চৌধুরী বলেন, ‘মহাসড়কে যাত্রীদের জানমাল রক্ষার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের কয়েকটি টিম কাজ করছে। সে অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ঠেকানোর জন্য বিভিন্ন গাড়িতে পুলিশের তল্লাশী অব্যাহত আছে। এ অভিযান চলবে ঈদের পর পর্যন্ত।