Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান ॥ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কৃষকদের অগ্রাধিকার দিচ্ছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কৃষকদের অগ্রাধিকার দিচ্ছেন। ধানের ন্যায্য মূল্য দিতে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করেছেন। পাশাপাশি বিনা মূল্যে সার, বীজসহ কৃষকদের স্বাবলম্বি করার জন্য কাজ করে যাচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষিপ্রযুক্তি মেলা ২০১৬ইং উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এবং কৃষি অফিসার দুলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, কুর্শি ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সফল কৃষক ও দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী উপজেলার করগাঁও ইউপির বিভিন্ন গ্রামের দারিদ্র লোকদের মধ্যে স্যানেটারি রিং বিতরণ করেন।