Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে চা শ্রমিকদের ধর্মঘট টিলা বাবুর অপসারণ দাবী

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে শ্রমিকরা ধর্মঘট করেছে। এ বাগানের মালিক হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মুর্শেদ খান। গতকাল মঙ্গলবার সকাল থেকে বাগানের বিক্ষুব্ধ শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অর্ধ বেলা র্ধমঘট পালন করে। নয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রাবন সাওতাল জানান, সোমবার সকালে কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে চা পাতা পাচারের অভিযোগ আনা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগানের টিলা বাবু অজিত চাষার অপসারণ দাবি করে বিক্ষোভ করে। পরে বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদি টিলা বাবুকে অপসারণ করা হবে বলে ঘোষনা দিলে শ্রমিকরা বেলা ১টার দিকে কাজে যোগদান দেন শ্রমিকরা। টিলা বাবু অজিত বিশ্বাস চাষা বলেন, চা বাগান থেকে কাচা পাতা কম আসে বলে গত কয়েকদিন যাবত ব্যবস্থাপক তাকে চাপ দিয়ে আসছিল। এ নিয়ে গত সোমবার সকালে ব্যবস্থাপকের সঙ্গে তার কথা হয়। কিন্তু শ্রমিকদের ব্যাপারে কোনো কথা হয়নি। শ্রমিকরা কেন তার প্রতি উত্তেজিত হল তার বোধগম্য নয়। বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদি জানান, শ্রমিকদের সঙ্গে টিলা বাবুর ভুলবুঝাবুঝি হলে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতী পালন করে। পরে তাদের বুঝানো হলে বেলা ১টার দিকে কাজে যোগদান করে।