Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর এলাকায় রাস্তা নির্মাণ নিয়ে জনমনে অসন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকায় রাস্তা মেরামতের কাজ নিয়ে জনমনে অসন্তোষ দানা বাধছে। গত মে মাসের মাসিক সভায় ৬নং ওয়ার্ডের ৪টি রাস্তা মেরামতে ধীরগতির কারণে ওই ওয়ার্ডের কাউন্সিলর শেখ নুর হোসেন ও নির্বাহী প্রকৌশলী ক্ষোভ প্রকাশ করেন। মাসিক সভায় বিএমডিএফ’র প্রকল্প পরিচালক বরাবরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়ার সিদ্ধান্ত হয়। যে ৪টি রাস্তা মেরামতে ধীরগতির অভিযোগ রয়েছে সেগুলি হচ্ছে-সদর হাসপাতালের সম্মুখ হতে উত্তর শ্যামলী মসজিদ পর্যন্ত কার্পেটিং, স্টাফ কোয়ার্টারের সম্মুখ হতে ডা: জমির আলীর বাসার সম্মুখ পর্যন্ত কার্পেটিং, ইনাতাবাদ এলাকায় অ্যাডভোকেট আফরোজ বখত এর বাসার সম্মুখ হতে খুশী ম্যাডামের বাসার সম্মুখ পর্যন্ত কার্পেটিং নির্মাণ কাজ ও গোসাইপুর রাস্তা হতে পৌর কাউন্সিলর নুর হোসেনের বাসার সম্মুখ পর্যন্ত কার্পেটিংসহ ড্রেন নির্মাণ কাজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২মাস আগে উল্লেখিত রাস্তাগুলি নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মো: আবু জাহির। উদ্বোধনের পর থেকে রাস্তা নির্মাণ কাজের কোন অগ্রগতি নেই। সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আলোচনা করার পর কোন পাত্তাই দিচ্ছেননা ঠিকাদার। যে কারণে প্রশ্ন দেখা দিয়েছে ঠিকাদারের খুটির জোর কোথায়?