Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রটি জনতার আদালতে অভিযুক্ত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে স্থাপিত পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রটি জনতার আদালতে নিজেই অভিযুক্ত। ইনাতগঞ্জসহ প্রবাসী অধ্যুষিত ৪টি ইউনিয়ন নিয়ে এ অভিযোগ কেন্দ্রটি চালু করা হয়। গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্যই এ প্রায় ২০ বছর আগে অভিযোগ কেন্দ্রটি চালু করা হয়। কিন্তু সেবা পাওয়া দুরের কথা উল্টো হয়রানীর শিকার হচ্ছেন গ্রাহকরা। এ অভিযোগ কেন্দ্রটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
গ্রাহকদের অভিযোগ নবীগঞ্জ জোনাল অফিসে মিটারের জন্য যথা নিয়মে ফিসসহ আবেদন করে মিটারের অনুমোদন পাওয়ার পরে উক্ত এলাকার সেবা এবং র্কাযক্রম পরিচালনার জন্য ইনাতগঞ্জ অভিযোগ কেন্দ্রে মিটার এবং সরঞ্জামাদি আসে। কিন্তু ইনাতগঞ্জ অফিস থেকে বাস্তবায়নে চরম গড়িমিসি করে থাকে। বার বার যোগাযোগ করেও টালবাহানা চলতে থাকে মাসের পর মাস। অনেক ক্ষেত্রে কোন অভিযোগ থাকলে তাতে টাকা না দিলে কাজ হয়না। আবার অনেক সময় তাদের নির্দিষ্ট দালালদের টাকা দিয়ে কাজ করাতে হয়। বিদ্যুত লাইনে কোন সমস্যা হলে ফোন দিলে অধিকাংশ সময়ই ফোনটি বন্ধ অথবা কল ব্যস্ত লাগানো থাকে। আবার নবীগঞ্জ জোনাল অফিসের সাথে যোগাযোগ করা হলে ইনাতগঞ্জ অফিসের কর্তব্যক্তিরা ক্ষেপে গিয়ে গ্রাহকদের সেবা না দিয়ার হুমকি দেন। এ ব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।