Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের রাজনগর এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুতহীন ॥ রমজানে চরম ভোগান্তির শিকার এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ২৪ঘণ্টা বিদ্যুতবিহীন থাকায় বিদ্যুত অফিস ঘেরাও ও অবরোধ করেছে জনতা। পরে তোপের মুখে ২৪ ঘন্টা পর বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক হয়। এলাকাবাসি জানান, গত শনিবার রাত সাড়ে ৭টায় ওই এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এতে রাজনগর এলাকার উত্তর-পশ্চিম অংশের বিদ্যুতবিহীন হয়ে পড়ে। এতে শতশত পরিবার বিদ্যুত বিহীন হয়ে পড়েন। মুসল্লীরা বিদ্যুতের কারণে তারাবীহ নামাজ পড়তে অসুবিধার সম্মুক্ষিণ হন। রাতে সেহরীর সময় রান্না করতে না পেরে মহিলারা ভোগান্তিতে পড়েন। রাতে এলাকাবাসি সিনেমা হল রোডস্থ বিদ্যুত অফিসে গেলে অফিস থেকে বলা হয়, সকালে ট্রান্সফরমার এনে মেরামত করে দেয়া হবে। কিন্তু দুপুর পর্যন্ত অপেক্ষা করার পরও বিদ্যুত না আসায় যোগাযোগ করলে তারা গড়িমসি করেন। পরে বিক্ষুব্দ হয়ে এলাকাবাসি বিদ্যুত অফিস ঘেরাও করেন। এদিকে স্থানীয়রা রাজনগর কেন্দ্রীয় মসজিদের নিকট বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নতুন ট্রান্সফরমার এনে সন্ধ্যার মধ্যে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। স্থানীয়রা জানান, ওই এলাকায় ঘনঘন বিদ্যুত বিপর্যয় ঘটে। বিদ্যুত কর্তৃপক্ষকে বলার পরও কোন পদক্ষেপ নেয়নি। বরং তাদের কাছে উৎকোচ দাবি করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। টানা ২৪ ঘণ্টা বিদ্যুত না থাকায় রোজাদারদের ভোগান্তির পাশাপাশি অনেকের ফ্রিজে রাখা খাবার পণ্য নষ্ট হয়ে গেছে।