Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিয়াম পালনে নফসের সঙ্গে যুদ্ধ করা হয়

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২১ রমজান। রমজানে সিয়াম পালনের মধ্য দিয়ে নফসের সঙ্গে যে যুদ্ধ করা হয় সেটাই বড় যুদ্ধ, এ এক কঠিনতর যুদ্ধ। ৬২৪ খ্রিষ্টাব্দে সিয়াম বিধান নাজিল হলে যেরমজানে সিয়াম পালন শুরু হয় সেই রমজানেই বদর যুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে ইসলামের সুদূর প্রসারী বিজয়ের সুরম্য সড়ক নির্মিত হয়। এরই ৬ বছর পর ৬৩০ খ্রিষ্টাব্দের ২১ রমজান শুক্রবার মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলামের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়। ঘোষিত হয় ঃ সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে, নিশ্চয়ই মিথ্যা দূর হবার। প্রিয়নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন ৬২২ খ্রিষ্টাব্দে। মদিনায় হিজরত করে আসার পরও মুশরিক কুরায়েশরা মদিনা বার বার আক্রমণ করে। অনেক যুদ্ধ সংগঠিত হয় বিভিন্ন সময়। অতঃপর ৬২৮ খ্রিষ্টাব্দে হুদায় বিয়ার সন্ধি হয়। এই সন্ধিকে আল্লাহ জাল্লা শানুহু ফতহুম মুবিন প্রকাশ্য বিজয় বলেছেন। ১০ বছর মেয়াদী এই সন্ধির দু’বছর যেতে না যেতেই মক্কার মুশরিক কুরায়েশ সন্ধির শর্ত ভঙ্গ করে। এবং মক্কাস্থ মুসলিম অনুগত গোত্রের উপর অত্যাচার শুরু করে। প্রিয়নবী (সাঃ) ১০ সহস্র সাহাবী নিয়ে ১৮ রমজান মক্কার কাছাকাছি এসে তাবু স্থাপন করেন। এখানে কয়েক দিন থাকা কালে কুরায়েশ নেতা আবু সুফিয়ান রাতের অন্ধকারে চুপি চুপি প্রিয়নবীর (সাঃ) কাছে এসে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণকরেন। এর পরের দিন সকাল বেলা প্রিয়নবী (সাঃ) সেই ১০ হাজার সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেন।