Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সুবিধা বঞ্চিত নারীর জীবন মান-দক্ষতা উন্নয়নের জন্য সচেতনা বৃদ্ধি কর্মসূচির অগ্রগতি সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ‘‘সুবিধা বঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনা বৃদ্ধি” কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, ছাইম উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ইফতেখার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরু প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভিন।