Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ ছিদ্দিকীকে হুমকীর প্রতিবাদে স্বাধীনতা ফাউন্ডেশন যুক্তরাজ্য’র বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি বৃটেনে জো কক্স নামের লেবার পার্টির একজন এমপিকে প্রকাশ্যে দিবালোকে হত্যা এবং বঙ্গবন্ধুর নাতনী বৃটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ ছিদ্দিকীকে হিজাব না পড়ার অজুহাতে হত্যা করার হুমকীতে চরম ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাজ্যস্থ স্বাধীনতা ফাউন্ডেশন। সংগঠনের চেয়ারম্যান দেওয়ান কাইউম ও ভাইস চেয়ারম্যান হারুন রাজা চৌধুরী প্রেরিত এক বিবৃতিতে বলেন, যে বা যাহারা টিউলিপ ছিদ্দিকীকে বাংলাদেশের জঙ্গীদের মতো হত্যার করার দুঃসাহসিক হুমকী দেয় এদেরকে বৃটেনের মাটিতে চিহ্নিত করে গলা ধাক্কা দিয়ে বৃটেন থেকে বের করে দেওয়ার জন্য বৃটিশ প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে পূর্ণ সমর্থন করে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে, ভন্ড, প্রতারক, সুবিধাবাদী, যারা রাজনৈতিক আশ্রয় নিয়ে অরাজকতা সৃষ্টি করছে এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তাহাদেরকে বৃটেনের মাটিতে আর রাজনৈতিক সুযোগ সুবিধা না দেওয়ার জন্য। আমরা স্বাধীনতা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকেও স্বাগত জানাই। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী নির্মূল করার জন্য বিভিন্ন ধরণের যে পদক্ষেপ গ্রহণ করেছেন সে জন্য স্বাধীনতা ফাউন্ডেশন যুক্তরাজ্য এর নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।