Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসে তথ্য প্রকাশ ॥ এডিএম কোর্টে ৬ মাসে নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৪শ’ মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এডিএম কোর্টে বিগত ৬ মাসে ১ হাজার ৪শ’ মামলা নিষ্পত্তি হয়েছে। যা সারা দেশের মাঝেই একটি অনন্য রেকর্ড। হবিগঞ্জে ইতোপূর্বে বছরে স্বল্প সংখ্যক মামলা নিষ্পত্তি হত। শুধু তাই নয় এডিএম কোর্টে বর্তমানে বিচারাধীন ২ হাজার মামলার প্রত্যেকটির আপডেট অন লাইনে রয়েছে। ফলে দেশে বিদেশে থেকে মামলার পক্ষগণ তারিখ ও অগ্রগতি সম্পর্কে জানতে পারছেন। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় হবিগঞ্জের এডিএম এমরান হোসেন এই তথ্য প্রকাশ করেন। সভায় আরও জানানো হয় হবিগঞ্জ জেলায় অনলাইন কমপ্লেইন রেজিস্টার, ভূমি ব্যবস্থার ডিজিটালাইজেশনসহ বিভিন্ন বিভাগের ২৫টি উদ্ভাবনী প্রকল্প রয়েছে। যা আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস” এর সাথে সঙ্গতীপূর্ণ।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন, এডিএম এমরান হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শভ্য সাচী চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমেদ, সাবেক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, প্রেসক্লাব সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান, ডা. মুখলেছুর রহমান উজ্জল প্রমুখ। পরে ৩৬ জন সেবাগ্রহীতার মাঝে বিভিন্ন ধরণের লাইসেন্স বিতরণ করা হয়।
এর আগে হালকাবৃষ্টির মাঝেও একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।