Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ যানজট আর অবৈধ দোকানপাটের শহর !

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যানজট আর ভাঙ্গা রাস্তার শহরে পরিনত হয়ে গেছে এ গ্রেডের নবীগঞ্জ পৌর শহর। নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় সাধারন মানুষজন। এদিকে নিয়মনীতির তোয়াক্কা করছে না গাড়ীর মালিক-শ্রমিকরা। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পৌর শহরের বিভিন্ন সড়কের যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সা, টমটম ও মিনি বাসের অবৈধ স্ট্যান্ড। দেখে মনেই হয় না নবীগঞ্জ একটি এ গ্রেডের পৌরসভা। নাগরিক সুবিধা বৃদ্ধি না করে সাধারন নাগরিকদের উপর ৮০% পৌরকর এর বোঝা চাপিয়ে দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। আর রাস্তায় অবৈধ দোকানপাট আর যানজট তো নবীগঞ্জের নিত্যনৈমিত্তিক চিত্র।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে মেইন রাস্তার উপর বড় বড় ট্রাক দাড় করিয়ে লোড, আনলোড করা হয় ধান-চাল, কাচামাল, বাজেমালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। রাস্তার উভয় পাশে দাড়িয়ে থাকে সিএনজি। এতে প্রতিদিনই লাগছে যানজট, এতেই বাড়ছে ভোগান্তি। এ সব যেন পৌর কর্তৃপক্ষের নজরে আসছেনা। পৌর কর্তৃপক্ষের রহস্যজনক নিরব ভূমিকা নিয়েও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গেল পৌর নির্বাচনে বিএনপির নির্বাচিত বর্তমান মেয়র যানজট নিরসনসহ বিভিন্ন নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়েছিলেন।
শহরের বিভিন্ন ¯’ানে ঘুরে দেখা গেছে, থানার পয়েন্ট, ওসমানী রোড (উত্তরা ব্যংকের সামন), হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামন, হাসপাতালের গেইটের নিকট, শেরপুর রোডের রাজা কমপেক্সের সামন, শেরপুর রোডের বাংলা টাউন¯’ ইসলামী ব্যংকের সামন, রুদ্রগ্রাম রোডের সোনার খনি-ব্রীজ পর্যন্ত, এছাড়াও শহরের নতুন বাজার মোড়, প্রায় সময়ই প্রধান সড়কের উপর দাড়ানো থাকে সারি সারি ছোট বড় গাড়ী। এসময় পথচারীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসন যানজট নিরসনে উদ্যোগী ভুমিকা নেয়ার জন্য একাধিকবার আইনশৃংখলা মিটিংয়ে পৌরসভাকে তাগিদ দেয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষের নীরবতায় হতাশা দেখা দিয়েছে জনসাধারনের মাঝে।