Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কবি ফখর উদ্দিন ঠাকুরের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ মানবতাবাদী কবি ফখর উদ্দিন ঠাকুরের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার এ উপলক্ষে কবির পরিবারবর্গের উদ্যোগে সরকারি শিশু পরিবার, রাজনগর কবরস্থান মসজিদ ও বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে কবির ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মরণিকাও প্রকাশ করা হয়।
উল্লেখ্য, কবি ফখর উদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ঠাকুরপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তাঁর ইংরেজি ভাষায় কবিতা লেখার সূচনা ঘটে। পরে উচ্চশিক্ষার উদ্দেশে ইংল্যান্ড গমনের পরও তা চলমান থাকে। দেশে ফিরে লেখালেখিতে পুরোপুরিভাবে আত্মনিয়োগ করেন। ১৯৭৪ সালে মাধবপুর উপজেলার মেডিক্যাল কলেজ ছাত্রী সায়েরা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০২ সালে তাঁর কাব্যগ্রন্থ ‘দ্য ভয়েস অব দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট’ প্রকাশিত হয়। ২০০৫ সালের ২৩ জুন তিনি ইন্তেকাল করেন।