Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাতীয় শিশু দিবস পালন না করা ও টাকা আত্মসাতের অভিযোগে ॥ নবীগঞ্জের বাগাউড়া হাই স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস পালন না করা ও বিদ্যালয়ের টাকা আত্মসাতের ঘটনায় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়নের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ পিয়ার আলীকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। গত ২১ জুন মঙ্গলবার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির এক সভা বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য আবরোছ মিয়া, আব্দুর নুর, মুত্তাকিন মিয়া, সাবানা বেগম, শাহিনুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।
সভায় গত ১৭ মার্চ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন না করা এবং বিদ্যালয়ের পাবলিক অনুদানের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ পিয়ার আলীকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এবং এ ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ছাড়া ও উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে ২নং বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়া বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস পালন না করা ও বিদ্যালয়ের টাকা আত্মসাতের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এর কঠোর ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাই।