Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে শেষ হয়েছে ই-মোবাইল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেষ হয়েছে ই-মোবাইল কোর্ট প্রশিক্ষণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহায়তায় জেলা প্রশাসন ৪টি ব্যাচে ১০০ জনকে এ বিষয়ে প্রশিক্ষিত করে। ১৩ জুন শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার। জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখা সূত্রে জানা যায়, প্রতিটি ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। দুই দিন করে ৪টি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর, পুলিশ ও পেরেশকাররা অংশ নেন। জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন। গতকাল বুধবার সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম এমরান হোসেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় তৈরি মোবাইল কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ই-মোবাইল কোর্টের জন্য ওয়েবসাইট ও ই-মেইল ঠিকানা যুক্ত করা হবে। ফলে যে কোনো ব্যক্তি ঘরে বসেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে পারবেন। এতে মোবাইল কোর্টের কার্যক্রম দ্রুত ও দক্ষতার সঙ্গে করা যাবে। ডিজিটাল পদ্ধতিতে মোবাইল কোর্টের নথি সংরক্ষণও করা হবে। ফলে আদেশের কপি সহজেই গ্রাহকরা পেয়ে যাবেন।