Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক বানিয়াচঙ্গের মাওঃ শেখ হাদিছুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর মুক্ত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক বানিয়াচং ইসলামী আন্দোলন কমিটির সভাপতি মাওলানা শেখ হাদিছুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার তাকে আটকের পর জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নির্ভর যোগ্য কোন তথ্য না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, কুলাউড়া থানায় আটক জঙ্গি লুৎফুর রহমান এর স্বীকারোক্তিতে মাওলানা হাদিছুর রহমান জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি জানা যায়, এর পর থেকেই তাকে গ্রেফতারে বিশেষ অভিযানে নামে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃত মাওলানা হাদিছুর রহমান (৩৩) বানিয়াচং সদরের বাসিয়াপাড়া গ্রামের শেখ আহমদ আলী সুদিন এর ছেলে। হাদিছুর রহমান ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সস্তানের বাবা। তিনি জামিয়া বাসিয়াপাড়া মাদ্রাসায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পড়া লেখা করেন। এর পর শেরপুর আওরঙ্গপুর কওমী মাদ্রাসা থেকে ৬ষ্ট শ্রেণী থেকে মেশকাত শ্রেণী পর্যন্ত পড়া লেখা করেন। জামেয়া ইসলামিয়া গহর মাদ্রাসা বালাগঞ্জ থেকে তিনি টাইটেল পাশ করেন। ২০০৪ হতে ২০০৫ ইং পর্যন্ত ইসলামী রিচার্জ সেন্টার ষোলগড় সুনামগঞ্জ ট্রেনিং সেন্টারের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, পরবর্তী ২০০৬ হতে অদ্যাবধি তিনি আওরঙ্গপুর মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। এছাড়াও তিনি বানিয়াচং ইসলামী আন্দোলন কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বলে একটি সূত্রে জানা যায়।