Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌরসভায় দু’দিব্যাপী সফ্টওয়্যার বিষয়ক কর্মকালীন প্রশিক্ষণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে দু’দিব্যাপী সফ্টওয়্যার বিষয়ক কর্মকালীন প্রশিক্ষণ। গতকাল বুধবার পৌরসভার সভাকক্ষে ইউজিপ-৩ এর গভর্নেন্স ইমপ্রোভম্যান্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপম্যান্ট কর্মসুচীর আওতায় হবিগঞ্জ পৌরসভা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রথম দিন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার এবং এর গুরুত ও তাৎপর্য সম্পর্কে সভায় আলোচনা করেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী (আইটি) জাহিদ হোসেন ও আঞ্চলিক সমন্বয়কারী (অর্থ) মোঃ শাহীনুল হক। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচরীবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন নাগরিক সেবার মান উন্নত করতে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। তারা বলেন পৌরসভার সেবাসমূহ এখন কম্পিউটারাইজড হওয়ায় গ্রাহক ভোগান্তি কমে এসেছে। তাবে এ ক্ষেত্রে তারা সফওয়ারের সঠিক ব্যবহারের উপর জোর দেন।