Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সীমান্তে ঈদ সামনে রেখে রমরমা মাদক ব্যবসা

চুনারুঘাট প্রতিনিধি ॥ ঈদকে সামনে রেখে ব্যাপক হারে মাদক চোরাচালানী হচ্ছে চুনারুঘাটের বিভিন্ন সীমান্তে। হাত বাড়ালেই পাওয়া যায় নানান জাতের মাদক। ভটকা, অফিসার সয়েজ ব্লুু, বিয়ার, হুইস্কি, ইয়াবা আর গাঁজাতে সয়লাব চুনারুঘাট। এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে প্রভাবশালী গোষ্টীর নারী-শিশু, যুবক-কিশোর। সীমান্তের চুঙ্গাপুল, লালছড়াপুল ও বাছাইবাড়ীপুল দিয়ে প্রতিনিয়ত আসছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনী এদের আটকাতে পারছেনা। মাদক ব্যবসায় যারা টাকা লগ্নী করছে তারা খুবই প্রভাবশালী। এদের সখ্যতা রয়েছে রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে। সমাজে এরা বুক ফুলিয়ে চলাফেরা করে। রাজনৈতিক সভা-মিটিং এ অংশ নেয়, নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে। এ কারনে পুলিশ এদের ধার-কাছে ঘেঁষতে পারে না। বাল্লা সীমান্তের শহীদ, সাদ্দাম বাজারের দুলু ও চিমটিবিলখাসের ফারুক মূলত নিয়ন্ত্রন করে পুরো মাদক রাজ্য। সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের গোবরখলা, মোকামঘাট, পাক্কাবাড়ী, টেকেরঘাট, টিলাবাড়ীর ২ শতাধিক লোক মাদক ব্যবসায় জড়িত। আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও, গোছাপাড়া ও গেড়ারুক গ্রামের প্রভাবশালী গোষ্টীর নারী পুরুষ মাদক ব্যবসায় আত্মনিয়োগ করেছে। পুলিশের খাতায় এদের নাম আছে, কিন্তু এদের টিকিটিও নাড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনী। আহম্মদাবাদ ইউনিয়নের মাদক ব্যবসায়ীরা অপকর্ম আড়াল করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। এরা ফেসবুকে জনপ্রতিনিধিদের পক্ষে স্ট্যাটাস দিয়ে বাহবা কুড়ায়। কেউ কেউ ধর্মীয় প্রতিষ্টানে দান খয়রাত করে সাধারনের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করে। ওরা চলে ভালো মানুষের লেবাসে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথেও রয়েছে তাদের সখ্যতা। চোখের সামনে সিএনজি, মোটরসাইকেলে করে মাদক পাচার হচ্ছে প্রতিনিয়িত। মহিলারা বোরকার আড়ালে চালাচ্ছে ইয়াবা ব্যবসা। স্বামী পরিত্যক্তা মহিলারাও ইয়াবা ব্যবসায় জড়িত। ওই নারীদের সাথে সখ্যতা রয়েছে কতিপয় আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিসহ টাউট-বাটপারদের। এ কারনে ওরা ধরাও পড়ছে না। শিশুদেরকে মাদক পাচারে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। দিন দিন বেড়ে চলেছে মাদক ব্যবসা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক পাচাররোধে তারা খুবই সজাগ। মাদক পাচার যাতে না হয় সে ব্যাপারে তারা নিয়মিত টহল পরিচালনা করছেন, মাদকের চালানও আটকাচ্ছেন।