Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট অঞ্চলে শষ্যের নিবিরতা বৃদ্ধি প্রকল্পের আওতায় চুনারুঘাটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ মেলার উদ্বোধন করেন। এর পুর্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। সহকারি কমিশনার তন্ময় ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা। মেলায় কৃষি কাজে প্রযুক্তির ব্যবহার বিষয়ক ২০টি স্টল অংশ নেয়।
প্রধান অতিথি বলেন, চুনারুঘাটের কোন আবাদী যাতে পড়ে না থাকে সেদিকে কৃষকদের নজর দিতে হবে। তিনি বলেন, উপজেলার রানীগাও ইউনিয়নে মডেল ইউনিয়ন হিসেবে অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা হয়েছে এবং অতিরিক্ত ৫ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনে উপজেলার খাদ্য সয়ংসম্পুর্ণ করে তোলার আহবান জানান।