Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফোনের ভয়ঙ্কর রূপ

এক্সপ্রেস ডেস্ক ॥ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির বিস্ময়কর উপকরণ মোবাইলফোন। নব্বই দশকের শুরু থেকে এই প্রযুক্তির পণ্যটি বাড়তে বাড়তে এখন প্রতিটি মানুষের জীবনে একটি অনুসঙ্গ হয়ে গেছে। প্রযুক্তির বিস্ময়কর এই প্রযুক্তিপণ্যটি স্বাস্থ্যঝুঁকির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন অপব্যবহারে ব্রেইন টিউমার, ক্যান্সারসহ নানাবিধ রোগ দেখা দেয়ার আশংকা রয়েছে। একটানা কথা বলার অভ্যাস ডেকে আনতে পারে মহামারী বিপদ।
মোবাইলফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয় যাবে না। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে মোবাইল ফোনের সাথে জড়িয়ে গেছে জীবন। অথচ খুব কম মানুষ ধারণা রাখেন আলোড়ন সৃষ্টিকারী প্রযুক্তির আশির্বাদ হাতের মুঠের এই বস্তুটির ক্ষতিকর দিক সম্পর্কে। মোবাইল ফোন ব্যবহার করার সময় ফোন থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বা রেডিয়েশনের প্রভাব মানবদেহের কোষগুলোর সংস্পর্শে আসে। এতে মস্তিষ্ক এবং দেহের অন্য অংশে প্রভাব পড়ে। তৈরি হয় স্বাস্থ্যঝুঁকি। নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ প্রাণ গোপাল দত্ত বলেন, টানা ১৫ মিনিট কথা বললে মাথার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ে। বিশ মিনিটে ২ ডিগ্রি। এতে কানে এবং মস্তিস্কে সমস্যা হতে পারে। চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, টানা ঘন্টার পর ঘন্টা কথা বলা থেকে বিরত থাকা। মোবাইল ব্যবহারের সময় হ্যান্ডসফ্রি রাখা, দূরে রাখা এবং শিশুদের নাগালের বাইরে রাখা।
মোবাইল ফোন অপরিমিত ও অসচেতনভাবে ব্যবহার করতে থাকলে মানবদেহের জন্য ভয়ংকর রূপ নেবে। বিশ্লেষকরা মনে করেন, ব্যবহারের মাত্রা এমনভাবে বৃদ্ধি পেলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো মারাত্মকভারে উপস্থাপিত হবে।