Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের হলরুমে এ সংবর্ধনা আয়োজন করা হয়। শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও সহসভাপতি আ.স.ম আফজল আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক মোঃ আমীর ফারুক তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আলোকিত মানুষ হওয়ার জন্য নিয়মিত পড়ালেখার পাশাপাশি মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে হবে। তিনি আরো বলেন, “শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরীব মেধাবীদের বৃত্তি প্রদান করে শায়েস্তগঞ্জের মুখকে উজ্জল করেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুস সহিদ, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র, ট্রাস্টের সদস্য একেএম আব্দুস সালাম, অভিভাবক মোজাম্মেল হক শফিক, ছাত্র মোঃ আক্কাছ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ৯৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ দেয়া হয়।