Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুপ্তহত্যা, নৈরাজ্য ও নিরিহ ব্যক্তিদের হত্যার প্রতিবাদে হবিগঞ্জে ১৪ দলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে বিএনপি-জামায়াতসহ কতিপয় সন্ত্রাসী কর্তৃক গুপ্তহত্যা, নৈরাজ্য ও নিরিহ ব্যক্তিদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে আওয়ামী লীগ ও ১৪ দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এ সময় আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা, পৌর ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছেন। একের পর এক ষড়যন্ত্র করে দেশকে অকার্যকর করতে এখন জঙ্গীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডঃ আবুল ফজল, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডঃ লুৎফুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, পৌর যুবলীগের সভাপতি সফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, কৃষিব্যাংক সিবিএ নেতা জয়নাল আবেদিন রাসেল, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, সাধারণ সম্পাদক আজিজুল হক, পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেছজ প্রমুখ। বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ও মহাজোট কাজ করে যাচ্ছে। আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মী ঝাপিয়ে পড়বে। খালেদা জিয়ার ইন্দনে কতিপয় সন্ত্রাসী গুপ্ত হত্যা এবং নিরিহ মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এদেরকে যে কোন মুল্যে প্রতিহত করা হবে।