Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক ছাত্রনেতা আলম ॥ নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলম বকুল হত্যা ও পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেফতারের ৩২ দিন পর করাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল রবিবার বিকেলে যখন তিনি কারাগার থেকে বের হন তখন প্রধান ফটকে শত শত নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। জেরগেটে উপস্থিত নেতাকর্মীদের ভালবাসায় আবেগাপ্লুত আমিরুল ইসলাম আলম বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলার আসামী করে গ্রেফতার করা হয়েছে। জেলে থাকা দুঃসময়েও আমার শুভাকাংখীরা যেভাবে পাশে থেকে সমর্থন যুগিয়েছেন তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, একদিন অবশ্যই সত্যের জয় হবে। আমাকে যারা হয়রানী করেছে একদিন তাদেরও বিচার হবে।
প্রসঙ্গত, গত ১৮ মে আমিরুল ইসলাম আলমকে সিআইডি গ্রেফতার করে। উচ্চ শিক্ষিত আলম একজন জনপ্রিয় সাবেক ছাত্রনেতা। তিনি একটি শিক্ষা প্রতিষ্টানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে মাত্র ১০ ভোটে পরাজিত হন।