Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ নবীগঞ্জ থেকে প্রাকাশিত স্থানীয় কয়েকটি দৈনিকে নবীগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ভন্ডুল ॥ ক্ষুব্ধ আয়োজক ও এলাকাবাসী শিরোনামে প্রকাশিত সংবাদ ও গত ১৭ জুন এক্সপ্রেস পত্রিকার ১ম পৃষ্ঠায় ও শেষ পৃষ্ঠায় ২টি প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ

গত ১৯ শে জুন হবিগঞ্জ ও নবীগঞ্জ থেকে প্রাকাশিত স্থানীয় কয়েকটি দৈনিকে নবীগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ভন্ডুল
ক্ষুব্ধ আয়োজক ও এলাকাবাসী শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশে বলা হয়েছে সম্মেলিত সচেতন নাগরিগ সমাজের ব্যানারে মাদক বিরোধী সমাবেশের জন্য ১৮ই জুন শনিবার হলিমপুর প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষা অফিস থেকে মৌখিক মাঠের অনুমোদন আনেন যা সঠিক নয়। প্রকৃত সত্য হল হলিমপুর গ্রামের জাগরণী ক্লাবের সভাপতি আমি ডাঃ প্রদীপ তালুকদার সম্প্রতি দেশে শান্তি শৃংখলা, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জুলুমবাজদের অন্যায়ের প্রতিবাদে আলোচনা সভা করার জন্য নবীগঞ্জের প্রাইমরী শিক্ষা অফিসারের নিকট থেকে হলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বরাদ্দ নেই। আমাদের আয়োজনটি বানচাল করার জন্য ওই স্কুলের বহু অপকর্মের হুতা শিক্ষক আশিষ দাশ তার কাকা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র তালুকদার, সুপার্থ দাশ, শশাংক তালুকদার মিলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একই স্থানে আরেকটি সমাবেশের আহ্বান করে। এ খবরে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৫৪ ধারা জারি করলে উভয় পক্ষের সমাবেশ বাতিল হয়। এবং ১৯ জুন শনিবার পুলিশ ওই স্থানে সকাল থেকে অবস্থান করে এলাকার শান্তি শৃংখলা বজায় রাখে। গত ১৭ ই জুন হবিগঞ্জ থেকে প্রকাশিত হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার ১ম পৃষ্ঠায় ও শেষ পৃষ্ঠায় ২টি প্রকাশিত সুভাস চন্দ্র তালুকদার, সুপার্থ দাশ, শশাংক তালুকদার যে দুটি প্রতিবাদে শিক্ষক আশিষ দাশের পক্ষে গুনগান গেয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন তা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। সত্য ঘটনা হল আশিষ দাশ ও উল্লেখিত ব্যক্তিগন একে অপরের সর্ম্পকে কাকা বাতিজা। এদের দ্বারা আমাদের হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানের অবনতি ও স্কুলের ক্ষতি সাধন হচ্ছে। যা হলিমপুর গ্রামবাসী অবগত আছেন। মিথ্যা দিয়ে সত্যকে ডাকা যায় না। আমি প্রকৃত সত্য ঘটনা জেনেশুনে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাধকারী
ডাঃ প্রদীপ দাশ
সভাপতি জাগরণী ক্লাব হলিমপুর, নবীগঞ্জ ।